আগামী ৫, ৬ এবং ৭ ডিসেম্বর ২০০৪
ঠিকানা : লিগ্যাসী কনভেনশন হল
২৮৭/৫ ব্লক সি, খিলগাঁও, ঢাকা।
(খিদমাহ হসপিটাল এর পাশে আরএফএল রিগাল ফার্নিচারের বিল্ডিং)
ষ্টল বুকিং চলছে যোগাযোগ করুণ
SOFOS Global Alliances
তিনটি ধাপে র্যাফেল ড্রয়ের মাধ্যমে উদ্যোক্তাদের আকর্ষণীয় উপহার প্রদান
প্রতিটি ষ্টলে থাকছে আকর্ষণীয় মূল্যে ছাড়
৩ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ঢাকা জনগণ প্রদর্শনীর জন্য অধীর অপেক্ষায় থাকে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব। শপিং ফেস্ট প্রদর্শনী সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করে কেনাকাটার অভিজ্ঞতাকে সহজতর করার জন্য প্রস্তুত। কেনাকাটার জন্য ঢাকা বা দেশের বাইরে যাতায়াতের প্রয়োজনীয়তা দূর করে খুলনা মানুষের জন্য এক ছাদের নিচে একটি সম্পূর্ণ কেনাকাটার সমাধান প্রদান করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। এই ইভেন্টটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং এর সকল জেলা পোর্ট সিটির প্রাণকেন্দ্রের ৫০ প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে থাকছে পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার এবং সবার জন্য ঝামেলামুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে যার ফলে ক্রেতারা কেনাকাটার অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করতে পারবে
এই প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী। সেই লক্ষ্যে তাদের পুরো বছরের জন্য গ্রাহক তৈরিতে সাহায্য করে এই প্রদর্শনী SOFOS Global Alliances" বিজয় মেলা
এই প্রদর্শনীর আয়োজনে
SOFOS Global Alliances"
মিডিয়া পার্টনার হিসেবে
দৈনিক জন পদ বাংলাদেশ01724356013